শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিক্ষার্থীদের মাস্ক পরা নিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রীর নির্দেশনা 

আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০৬:৪১

ফান্সের প্রধানমন্ত্রী জিয়ান কাস্টেক্স বৃহস্পতিবার বলেছেন, দেশটির বিভিন্ন স্কুলের সকল শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর এবং শ্রেণীকক্ষে তাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে। মধ্যরাত থেকে নতুন করে করোনাভাইরাস লকডাউন শুরু হওয়ার প্রাক্কালে তিনি এমন কথা বলেন। খবর এএফপি’র।

এখন পর্যন্ত কেবলমাত্র ১১ বছর এবং এর চেয়ে বেশি বয়সের শিক্ষার্থীদের জন্য মাস্ক পরিধান করা বাধ্যতামূলক হলেও কাস্টেক্স পার্লামেন্টে আইনপ্রণেতাদের বলেন, ‘আমাদের শিশু, শিক্ষক ও বাবা-মাকে করোনার সংক্রমণ থেকে রক্ষায় নতুন পদক্ষেপের প্রয়োজন রয়েছে।’

প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বুধবার ঘোষণা দেন যে বসন্ত পর্যন্ত ফ্রান্সের দুই মাসের অন্যরকম ভাইরাস লকডাউন চলাকালে এই সময়জুড়েই বিভিন্ন স্কুল খোলা থাকবে। তবে বিভিন্ন রেস্তোরাঁ, বার এবং অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান কমপক্ষে ১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

কাস্টেক্স আরো বলেন, কোম্পানিগুলোকে ‘সপ্তাহে পাঁচ দিন’ কর্মচারীদের বাসা থেকে কাজ করাতে কঠোরভাবে বাধ্য করা হবে।

তিনি বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে ‘যতটা করা সম্ভব আমরা তা করে যাচ্ছি।

ইত্তেফাক/এসআর