বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মার্কিন নির্বাচন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১২:৪৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর সহিংসতা  ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ । মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডে এবং সাফোক ইউনিভার্সিটি যৌথভাবে চালানো একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। 

জরিপের ফলাফল অনুযায়ী, দেশটির প্রতি চারজনের মধ্যে তিনজনই মনে করছেন, নির্বাচনের পর সহিংসতা ছড়িয়ে পড়বে। আর প্রতি চারজনের মধ্যে একজন বেশ আস্থার সঙ্গেই বলেছেন, নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। তারা বলছেন, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ট্রাম্প ক্ষমতা ছেড়ে দেবেন।

জরিপের ফলাফলে আরো বলা হয়,  মার্কিন নির্বাচনে চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেল করতে হবে। অনেকেই আবার সামরিক ক্যু’র আশংকা করছেন।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বলেছেন যে, তিনি নির্বাচনে হেরে গেলে ক্ষমতা ছাড়বেন না।

ইত্তেফাক/এআর