শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রিপাবলিকানদের 'সার্কাস' বন্ধ করতে হবে: পেলোসি

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৩:২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয়কে মেনে নিতে পারছে না রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা। ফলাফল মেনে না নেয়ার রাজনৈতিক 'সার্কাস' থেকে রিপাবলিকানদের বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

পেলোসি বলেন, গণতন্ত্রে আমরা বিজয়ী প্রার্থীকে সাধুবাদ জানাই। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তা করেননি। তিনি ও তার সমর্থকরা নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে গড়িমসি করছেন।

তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক বিষয় যে, রিপাবলিকান নেতারা মার্কিন জনগণের রায়কে সম্মান দেখাতে পারছেন না।

গত ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। বাংলাদেশ সময় গত শনিবার রাতে পেনসিলভেনিয়া রাজ্যে জয়ের মাধ্যমে ২৭০ ইলেক্টোরাল ভোটের ম্যাজিক ফিগার পার করেন বাইডেন । আর এর মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার জয় নিশ্চিত হয়। নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পর ইতিমধ্যেই প্রশাসন গুছানোর কাজ শুরু করে দিয়েছেন বাইডেন। এদিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখনো চাপা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই আছে।

ইত্তেফাক/টিআর