শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাইডেন জিতেছেন জালিয়াতি করে: ট্রাম্প

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১০:২২

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন বিজয়ী হলেও এতদিন তার জয় স্বীকার করতে চাননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে সেই অবস্থান থেকে সরে আসলেন তিনি। বাইডেনের জয় স্বীকার করলেও নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন ট্রাম্প। গতকাল রবিবার (১৫ নভেম্বর) এক টুইটে এমন কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

টুইটে বাইডেনের নাম না উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি জিতেছেন নির্বাচনে জালিয়াতি করে। কোনও নির্বাচনি পর্যবেক্ষক ছিল না, ভোট গণনা করেছে কট্টর বামপন্থী ব্যক্তিমালিকানার প্রতিষ্ঠান ডমিনিয়ন, যাদের বিরুদ্ধে দুর্নাম রয়েছে। তাদের সরঞ্জামগুলো খুবই বাজে, যা টেক্সাসের ভোট গণনার জন্যও যথাযথ ছিল না।

গত ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। বাংলাদেশ সময় গত শনিবার রাতে পেনসিলভেনিয়া রাজ্যে জয়ের মাধ্যমে ২৭০ ইলেক্টোরাল ভোটের ম্যাজিক ফিগার পার করেন বাইডেন । আর এর মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার জয় নিশ্চিত হয়। নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পর ইতিমধ্যেই প্রশাসন গুছানোর কাজ শুরু করে দিয়েছেন বাইডেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী বেইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৩২টি।

ইত্তেফাক/টিআর