মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: প্রথম 'সেলফ টেস্টিং' কিটের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৭:১০

  করোনা পরীক্ষার জন্য প্রথমবারের মতো সেলফ টেস্টিং কিটের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্রের  ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনস্ট্রেশন (এফডিএ) । মঙ্গলবার  মার্কিন কোম্পানি লুসিরা হেলথের তৈরি  এই কিটের অনুমোদন দেওয়া হয়। 

জানা গেছে,  ১৪ বছর বয়স থেকে বয়জ্যেষ্ঠ ব্যক্তিরা নিজেরাই নিজেদের নাকের ভেতর থেকে সোয়াব বা নমুনা সংগ্রহ করে  এই কিটের মাধ্যমে করোনার পরীক্ষা করতে পারবেন।   আর পরীক্ষার ফল ৩০ মিনিটের মধ্যে পাওয়া যাবে।

এ নিয়ে এফডিএ'র পক্ষ থেকে বলা হয়,  কিটটি দিয়ে  এই প্রথমবারের মতো একজন ব্যক্তি নিজেই করোনা  পরীক্ষা করতে পারবেন এবং ঘরে বসেই ফল জানা যাবে। 

ইত্তেফাক/এআর