বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুম্বাই নাশকতার মূলচক্রী হাফিজ সঈদকে ১০ বছর কারাদণ্ড

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২০:০৭

মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সঈদকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ১০ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের আদালত। সংবাদ সংস্থা পিটিআই এর সূত্রে এ খবর জানা যায়। 

একাধিক মামলায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হাফিজ সঈদ। এ ছাড়াও আরও দু’টি নাশকতামূলক ঘটনায় লস্কর ই তইবার প্রধানকে দোষী সাব্যস্ত করেছে পাক আদালত।

হাফিজ সঈদকে পাকিস্তানের কারাদণ্ড দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসেই সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত দেওয়ার অভিযোগে জামাত উদ দাওয়া প্রধান হাফিজ এবং তার সহযোগীদের ১১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমানে লাহৌরের কোট লাখপত জেলে রয়েছে হাফিজ।

আরো পড়ুন:  তুরস্ক ও পাকিস্তানের উপর বাণিজ্য নিষেধাজ্ঞার আহ্বান এমইপি'র

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত হাফিজ-সহ জামাত উদ দাওয়ার মোট ৪ নেতাকে কারাদণ্ড দিয়েছে। হাফিজ ছাড়াও জাফর ইকবাল এবং ইয়াহিয়া মুজাহিদ নামে তার ২ সহযোগীকে মোট সাড়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া হাফিজের শ্যালক আব্দুল রহমান মক্কিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মুম্বই হামলার মূলচক্রী হাফিজের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ ইসলামাবাদের হাতে আগেই তুলে দিয়েছে নয়াদিল্লি। হাফিজকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইত্তেফাক/এএইচপি