বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পরাজয় না মেনে ভয়াবহ বার্তা দিচ্ছেন ট্রাম্প: বাইডেন

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১০:০৩

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,  নির্বাচনে পরাজয় না মেনে নিয়ে আমেরিকা সম্পর্কে ভয়াবহ বার্তা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন গভর্নরদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এমনটি বলেন বাইডেন।

বাইডেন বলেন, ট্রাম্প জানতেন যে সে জিতবে না । সে অবিশ্বাস্য রকম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। 

এদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায় ভোট পুনর্গণনাতেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।  দ্বিতীয়বার গণনাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রায় দেড় হাজার ভোট বেড়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সর্বমোট ইলেকটোরাল কলেজ ভোট ৫৩৮টি। এর মধ্যে ট্রাম্প এখন পর্যন্ত ২৩২ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। বাইডেন পেয়েছেন ৩০৬টি। নির্বাচনের জালিয়াতির অভিযোগ তুলে ইতোমধ্যে আইনি লড়াইয়ে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ইত্তেফাক/এআর