শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভ্যাকসিন ছাড়াই করোনার ‘সেকেন্ড ওয়েভ’ মোকাবেলা করতে হবে: হু

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১০:৩১

ভ্যাকসিন ছাড়াই করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলা করতে হবে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার   বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমন সতর্ক বার্তা দেওয়া  হয়েছে। 

এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কার্যক্রম বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, ‘যে কোনও জায়গায় উল্লেখযোগ্য হারে সবার কাছে টিকা পৌঁছতে আরও চার থেকে ছয় মাস সময় লাগবে। অথচ অনেক দেশে করোনার দ্বিতীয় সংক্রমণ ঢেউ চলছে এবং তা চলবে। এই কারণে, করোনার ভ্যাকসিন ছাড়াই দ্বিতীয় দফা সংক্রমণ মোকাবেলা করতে হবে।

তিনি আরো বলেছেন, কেউ কেউ টিকা একমাত্র সমাধান বিবেচনা করছে। কিন্তু আমরা যদি টিকার উপর ভরসা করাই একমাত্র সমাধান ভাবি, তাহলে কোভিড-১৯ সংক্রমণ শূন্যের কোঠায় পৌঁছাবে না।

ইত্তেফাক/এআর