শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'রহস্যজনক ' চর্মরোগে আক্রান্ত হচ্ছেন জেলেরা!

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১১:১৫

আফ্রিকার দেশ সেনেগালে পাঁচ শতাধিক জেলে   রহস্যজনক চর্ম রোগে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির একজন 
জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন যে সমুদ্র থেকে ফেরার পর ওই জেলেরা  রহস্যজনক চর্মরোগে আক্রান্ত হন ।   

 
এ নিয়ে সেনেগালের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ওসমান গুয়ে বলেন, রাজধানী ডাকার থেকে আসা জেলেদেরকে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা রোগটি নিয়ে পরীক্ষা করছি। আশা করছি শিগগিরই এর রহস্য উন্মোচন হবে ।

এই রোগ নিয়ে প্রকাশিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানা গেছে যে, গত ১২ নভেম্বর ২০ বছর বয়সী এক জেলের মধ্যে    প্রথম এই রহস্যজনক চর্মরোগটি শনাক্ত হয়।  ওই জেলের মুখ ফোলাভাব এবং  গাঁয়ে ফুসকুড়ি দেখা দেয়। সেই সঙ্গে তার শুকনো ঠোঁট এবং চোখে লালভাব ছিল। 

সেনেগালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত রোগীদের যৌনাঙ্গ, মুখ এবং পায়ে ক্ষত তৈরি হয়েছে। এছাড়া রহস্যজনক এই চর্মরোগে আক্রান্ত অনেকই মাথাব্যাথা এবং হালকা জ্বরে ভুগছেন। 

ইত্তেফাক/এআর