মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: রেমডিসিভির ব্যবহার না করার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১১:৫৬

করোনা চিকিৎসায় এ্যান্টি-ভাইরাল ওষুধ  রেমডিসিভির ব্যবহার না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়। 

এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়,   ওষুধটি রোগীদের অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এও  বলছে যে রেমডিসিভির  রোগীদের একদম কোনো উপকারে আসছে না এমনটি তারা ভাবছে না।

 ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপিয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা চিকিৎসায় রেমডিসিভির ব্যবহারের জন্য  অনুমোদন দেওয়া হয়েছে। 
 গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসায়ও রেমডিসিভির ওষুধ ব্যবহার করা হয়েছিল। 

ইত্তেফাক/এআর