বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সূর্যকে বিদায় বললো যুক্তরাষ্ট্রের এই শহর!

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৩:৫৯

দুই মাসের  জন্য গত বৃহস্পতিবার সূর্যকে বিদায় বলে দিলো যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উটকিয়াগভিক শহরের বাসিন্দারা।  সেখানে প্রায় ৬০ দিনের বেশি সময় ধরে  আর দেখা যাবে না সূর্য।

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের এই শহরটি দক্ষিণ মেরুতে অবস্থিত হওয়ায় প্রায় ৬৫ দিন অন্ধকারের মধ্য থাকবেন সেখানকার বাসিন্দারা। এই অন্ধকারের সময়টি বলা হয় পোলার নাইট।

মাত্র চার হাজার বাসিন্দার এই শহরের মানুষজন পরবর্তী ৬৫ দিনের জন্য অন্ধকারে থাকার প্রস্তুতি নিচ্ছেন। এই দীর্ঘ অন্ধকারাচ্ছন্ন অবস্থাকে ‘পোলার নাইট’ বলা হয়। 
 
 এ নিয়ে মার্কিন সংবাদমাধ্যম   আবহাওয়াবিদ অ্যালিসন চিনচর বলেন,  পোলার নাইট উটকিয়াগভিকের জন্য একটি সাধারণ ঘটনা।  আর্কটিক সার্কেলের অন্যান্য শহরেও এমনটি ঘটে। 

ইত্তেফাক/এআর