বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভ্যাকসিনের অনুমোদন লাভের চেষ্টায় ফাইজার

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১১:২৪

নিজেদের তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদন চেয়ে  যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে আবেদন করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। স্থানীয় সময় শুক্রবার ফাইজারের পক্ষ থেকে এই আবেদন করা হয়। 

ভ্যাকসিনের অনুমোদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর   ভ্যাকসিনটির অনুমোদনের বিষয়ে বৈঠক করা হবে। 

এর আগে ফাইজারের পক্ষ থেকে দাবি করা হয় যে তাদের তৈরি করোনাভাইরাসের   টিকা ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর। মার্কিন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের সঙ্গে এই টিকা তৈরিতে কাজ করছে জার্মান প্রতিষ্ঠান ‘বায়োএনটেক’।

ফাইজারের পক্ষ থেকে বলা হয়েছে যে,  অনুমোদন লাভের কয়েক ঘন্টার মধ্যেই তারা ভ্যাকসিন বিতরণ শুরু করতে পারবেন । 

ইত্তেফাক/এআর