শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জার্মানির মসজিদে ইসলাম বিরোধী পোস্টার, 'শঙ্কায় মুসলিমরা'

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১২:৫১

জার্মানির এক মসজিদে ইসলাম বিরোধী পোস্টার লাগিয়েছে বর্ণবাদীরা। সেইসঙ্গে তারা দেশটিতে অবস্থানরত বিদেশি মুসলিমদের দেশছাড়ার আহ্বান জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বাডেন-ওয়ার্টেমবার্গ রাজ্যের ওমর মসজিদে এমন আপত্তিকর পোস্টার লাগানো হয়েছে। সেখানে বলা হয়েছে, জার্মানি জার্মানদের জন্য, বিদেশিরা চলে যাও। শুক্রবার তুর্কি ইসলামিক ফেডারেশন সংস্থা এসব তথ্য জানিয়েছে।     

ওই সংস্থার প্রধান বলেন, ৩৫ বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হওয়ার পর এটিই প্রথম এই ধরনের 'হামলা' ।   

ইউরোপের ফ্রান্সে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমদের অবস্থান, এর পরই দ্বিতীয় অবস্থানে জার্মানি।  দেশটিতে প্রায় ৪৭ লাখ মুসলিম রয়েছে।  

ইত্তেফাক/এসআর