শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'ভ্যাকসিন দৌড়ে দরিদ্রদের পদদলিত করা উচিৎ হবে না' 

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১১:৫৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস সতর্ক করে দিয়ে বলেছেন ,   করোনা ভ্যাকসিনের দৌড়ে বিশ্বের সবচেয়ে দরিদ্র এবং ঝুঁকিতে থাকা মানুষদের করোনা ভ্যাকসিনের দৌড়ে পদদলিত করা উচিৎ হবে না। সোমবার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এমনটি বলেন।

গেব্রেয়াসুস বলেন, প্রত্যেক সরকার চায় তাদের জনগণকে রক্ষার জন্য সঠিকভাবে সবকিছু করতে। তবে এখন একটি সত্যিকারে ঝুঁকি তৈরি হয়েছে সেটি হলো ভ্যাকসিনের দৌড়ে সবচেয়ে দরিদ্র এবং ঝুঁকিতে থাকা মানুষরা করোনা ভ্যাকসিনের দৌড়ে পদদলিত  হতে পারে। 

 বিশ্বে এ পর্যন্ত চারটি করোনার ভ্যাকসিন চূড়ান্ত পরীক্ষায় ভালো ফলাফল দেখিয়েছে।  সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে তাদের তৈরি করোনা ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর। এই ভ্যাকসিন ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের  চেয়েও মজুদ এবং পরিবহণ করা সহজ বলে জানিয়েছে অক্সফোর্ড। 

ইত্তেফাক/এআর