ক্ষমতা হস্তান্তরের আগে ইসরাইলকে নিয়ে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

ক্ষমতা হস্তান্তরের আগে ইসরাইলকে নিয়ে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের ।
অনলাইন ডেস্ক১৩:৪৮, ২৪ নভেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৬ মিনিট
ক্ষমতা হস্তান্তরের আগে ইসরাইলকে নিয়ে ইরানে হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা হস্তান্তরের আগে ইসরাইলকে নিয়ে গোপনে হামলা চালাতে চায় ইরানে।
এদিকে ইসরাইলে টিভি চ্যানেল ১৩ জানায়, ইসরাইল এবং যুক্তরাষ্ট্র মনে করে যে ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগে হামলা চালালে ইরান কোনো সামরিক পদক্ষেপ নেবে না।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, নির্বাচনে পরাজিত ওয়ার পর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত জ্যেষ্ঠ উপদেষ্টারা বিপজ্জনক এ কাজ থেকে তাকে বিরত রাখতে সমর্থ হন তিনি।
ইত্তেফাক/এআর