দ্য বার্ডম্যান অব ইন্ডিয়া'র জন্মদিনে কাশ্মীরে পদযাত্রা

দ্য বার্ডম্যান অব ইন্ডিয়া'র জন্মদিনে কাশ্মীরে পদযাত্রা।
অনলাইন ডেস্ক১৫:২১, ২৪ নভেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৩ মিনিট
দ্য বার্ডম্যান অব ইন্ডিয়া নামে খ্যাত ড. সেলিম আলির জন্মদিনে জম্মু কাশ্মীরের ওয়াতল্যাব গ্রামে বার্ড ওয়াক নামের একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই পদযাত্রার আয়োজন করে উলার কনজার্ভেশন এন্ড মেনেজম্যান্ট অথরিটি(ডাব্লিউইউসিএমএ)।
প্রায় ৩০ জনের বেশি মানুষ এই পদযাত্রায় অংশ নেন। এ সময় আয়োজকরা অংশগ্রহণকারীদের পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে অবহিতকরেন।
পরে অংশগ্রহণকারীরা পাখি পরিদর্শন করেন ।
ইত্তেফাক/এআর