শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাহরাইন সফরের আমন্ত্রণ পেল নেতানিয়াহু

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৭:৫৬

ইসরাইলের দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছে বাহরাইন।  নেতানিয়াহুর সৌদি আরব সফরের খবরের পরপরই বাহরাইনের পক্ষ থেকে আমন্ত্রণ পেল নেতানিয়াহু।  

ইসরাইলের হিব্রু ভাষার সংবাদ মাধ্যম 'ওয়ালা নিউজ' জানিয়েছে, বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ বিন ঈসা আলে খালিফা নিজেই আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহুকে। 

প্রতিবেদনে বলা হয়, রাজার পক্ষ থেকে যুবরাজ সালমান নেতানিয়াহুকে ফোন করে বাহরাইন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের নানা ক্ষেত্র নিয়েও কথা হয়েছে।

আরও পড়ুন: সালমান-নেতানিয়াহু বৈঠকের কথা অস্বীকার সৌদির

ইসরাইলি সূত্রগুলো বলছে, আগামী ৪ ডিসেম্বর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাযি বাহরাইন সফর করবে বলে কথা রয়েছে। কিন্তু নেতানিয়াহু এর আগেই বাহরাইন সফর করতে চান। তিনি বাহরাইন সফরকারী প্রথম কোনো শীর্ষস্থানীয় নেতা হিসেবে নাম লেখাতে চান।
পার্সটুডে।

ইত্তেফাক/আরআই