মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিউজিল্যান্ডে নতুন করে ৮ জন করোনা আক্রান্ত

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৩:১৮

নিউজিল্যান্ডে বুধবার নতুন করে আটজন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তাদের সকলকে আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে দেশটিতে নতুন করে আর কোন কমিউনিটি সংক্রমণ দেখা যায়নি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৯ নভেম্বর ফিনল্যান্ড থেকে সুইডেন ও কাতার হয়ে নিউজিল্যান্ডে পৌঁছানো এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে আলাদা রাখা হয়েছে। একই দিন কানাডা থেকে হংকং হয়ে নিউজিল্যান্ডে পৌঁছানো আরেক ব্যক্তি কোভিড-১৯ রোগে সংক্রমিত হওয়ায় তাকেও আলাদা রাখা হয়েছে। তাদের দু’জনকে তিন দিন আলাদা রেখে করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তারা বর্তমানে অকল্যান্ডের একটি কেন্দ্রে কোয়ারেন্টাইনে রয়েছেন।

তারা জানায়, এছাড়া গত ১৯ নভেম্বর মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র হয়ে নিউজিল্যান্ডে পৌঁছানো একই পরিবারের পাঁচজনকে তিনদিন আলাদা রেখে করোনা পরীক্ষা করা হলে তারা সকলে পজিটিভ হন। ক্রাইস্টচার্চের একটি কেন্দ্রে এসব লোক কোয়ারেন্টাইনে রয়েছেন।

মন্ত্রণালয় জানায়, নিউজিল্যান্ডে এ পর্যন্ত মোট ১ হাজার ৬৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সূত্র: খবর সিনহুয়া

ইত্তেফাক/এমআর