শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কালবাজারের নিয়ন্ত্রণ নিলো আজারবাইজান

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৮:৪২

কারাবাখ অঞ্চলের কালবাজার এলাকাটি নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়া সম্প্রতি পুর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য যে চুক্তি সই করেছে তার আওতায় এ এলাকাটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিলো আজারবাইজান।

বুধবার (২৫ নভেম্বর) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, কালবাজার এলাকায় আজেরি সেনাদের নির্বিঘ্ন চলাচলের জন্য ওই এলাকায় পেতে রাখা মাইন এবং বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।

আরো পড়ুন: পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে উলফা

আজারবাইজানের প্রেসিডেন্টের উপদেষ্টা হিকমত হাজিয়েভ জানান, কালবাজার শহরটি হস্তান্তরের ক্ষেত্রে আর্মেনিয়ার সরকার যে দশ দিন বাড়তি সময় নিয়েছিল তা শেষ হবার পর আজ শহরটি হস্তান্তর করা হয়েছে। ১৯৯০ এর দশকের শুরু দিকে আজারবাইজানের কাছ থেকে এসব এলাকা আর্মেনিয়া দখল করে নিয়েছিল।এপি।

ইত্তেফাক/এএইচপি