শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'আবারো বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত আমেরিকা'

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৯:৩৭

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 'আমেরিকা তার আগের জায়গায় ফিরে যাবে। আবার তারা বিশ্বকে নেতৃত্ব দেবে। সেখান থেকে কোনোভাবেই পিছপা হবে না আমেরিকা'।

ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্টপোস্টের বরাতে জানা যায় নিজের রাজ্য ডিলাওয়ারে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন বাইডেন। এ সময় তিনি ঘোষণা করেন- আবারো মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলবে আমেরিকা। 

প্রশাসনিক টিমের গুরুত্বপূর্ণ ৬টি পদে মনোনীতদের নাম ঘোষণা করেছেন জো বাইডেন। এর মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী পদে অ্যান্টনি ব্লিঙ্কেনের নাম।জলবায়ু পরির্বতন বিষয়ক দূত হিসেবে বাইডেন মনোনয়ন দিয়েছেন রাজনীতিক জন কেরিকে। জন কেরি মার্কিন রাজনীতিতে বেশ পরিচিত মুখ। এছাড়াও ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে এভরিল হেইন্সকে মনোনয়ন দিয়েছেন।

আরো পড়ুন: কালবাজারের নিয়ন্ত্রণ নিলো আজারবাইজান

এদিকে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি নিজে এখনো পরাজয় স্বীকার করে নেন নি। তিনি ভোটের লড়াইও চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছেন। ফলে ট্রাম্পের অবস্থান অনেকটা দুর্বোধ্য হয়ে উঠেছে।

ইত্তেফাক/এএইচপি