বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৩টি দেশের ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৯:১২

সংযুক্ত আরব আমিরাত বিশ্বের ১৩টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এই ১৩টি দেশের মধ্যে কেনিয়া বাদে ১২টিই মুসলিম প্রধান দেশ বলে জানায় আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের এ সিদ্ধান্ত গত ১৮ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। যেসব দেশ আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেগুলো হলো -ইরান, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, কেনিয়া, সোমালিয়া, আলজেরিয়া, লেবানন, সিরিয়া, ইরাক, লিবিয়া, তিউনিশিয়া এবং ইয়েমেন। 

আমিরাত সরকার এক বিবৃতিতে জানায়, তালিকাভুক্ত এসব দেশের লোকজন কর্মসংস্থানের জন্য কিংবা টুরিস্ট ভিসার জন্যও আবেদন করতে পারবে না। এ ব্যাপারে আমিরাত সরকার দেশটির ইমিগ্রেশন অথরিটির কাছে একটি আবেদন পত্র জমা দিয়েছে।

আরও পড়ুন: 'সিরিয়া থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে'

গত সপ্তাহে পাকিস্তান সরকার জানায়- পাকিস্তানসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাত নতুন ভিসা ইস্যু করা বন্ধ করে দিয়েছে। যেসব নাগরিক আগে থেকেই সংযুক্ত আরব আমিরাতের ভিসাধারী তারা দেশটিতে প্রবেশ করতে পারবেন।

ইত্তেফাক/এএইচপি