গুজরাটে করোনা হাসপাতালে আগুন, ৫ রোগীর মৃত্যু

গুজরাটে করোনা হাসপাতালে আগুন।
অনলাইন ডেস্ক১২:৪৭, ২৭ নভেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৬ মিনিট
ভারতের গুজরাটে করোনা হাসপাতালে আগুন লেগে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন লাগার পর ২৮ জন করোনা রোগীকে হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে এই ঘটনায় ক্ষতক্ষতির পরিমাণ বাড়তে পারে বলেও আশঙ্কা।
ভারতীয় দমকল বাহিনীর পক্ষ থেকে বলা হয়, রাত ১টা নাগাদ আইসিইউ-তে লাগে হাসপাতাল থেকে মোট ৩০ জনকে উদ্ধার করা হয়। সেখানে ভর্তি করোনা আক্রান্তদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তিনজন হাসপাতালের মধ্যে মারা যান। উদ্ধার করার পর বাকি দু’জনের মৃত্যু হয়। ’
গত অগস্ট মাসে গুজরাটের আহমেদাবাদের একটি চারতলা করোনা হাসপাতালেও আগুন লেগেছিল। সেই ঘটনায় মৃত্যু হয় আটজনের।
ইত্তেফাক/এআর