বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুম্বাই হামলা: পাকিস্তানকে নিন্দা জানালো ইউরোপীয় সংসদ সদস্যরা

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৩:২১

২০০৮ সালের মুম্বাই হামলার মূল হোতাদের বিরুদ্ধে পাকিস্তান কোনো ব্যবস্থা না নেওয়ায় এর নিন্দা জানিয়ে ইমরান খানকে চিঠি পাঠিয়েছেন ইউরপীয় সংসদ সদস্যরা। গত ২৪ তারিখ  এই চিঠি দেন প্রখ্যাত পোলিশ ইউরোপীয় সংসদ সদস্য  নাগরিক রিসার্ড জার্নেক্কি  এবং ইতালিয়ান ইউরোপীয় সংসদ সদস্য ফুলভিও মার্টাস্কিলো।

চিঠিতে পাকিস্তান সরকার জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়ে তা জানানোর জন্য অনুরোধ করা হয়। 

 ২০০৮ মুম্বই জঙ্গি হামলা যা সাধারণত ছাব্বিশে নভেম্বর বা ২৬/১১ নামে পরিচিত।  পাকিস্তান থেকে জলপথে অনুপ্রবেশকারী কয়েকজন জঙ্গি  ভারতের বৃহত্তম শহর মুম্বাইতে ২০০৮ সালের ২৬ নভেম্বর  ১০টিরও বেশি ধারাবাহিক হামলা চালায়। এই হামলার জন্য যে সব জঙ্গিরা তথ্যসংগ্রহ করত, তারা পরে স্বীকার করেছে যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিগেন্স (আইএসআই) তাদের মদত জোগাত। ২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এই হামলা চলে। ঘটনায় ১৬৪ জন নিহত ও কমপক্ষে ৩০৮ জন আহত হন। সারা বিশ্বে এই ঘটনা তীব্রভাবে নিন্দিত হয়। এই ঘটনার পর পাকিস্তান সরকার হামলার সঙ্গে সংস্লিষ্টতার কথা অস্বীকার করে ।  হামলার ঘটনায় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালতে সাতজন সন্দেহভাজনের বিচার কাজ প্রায় এক দশক ধরে চললেও তাদের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ উত্থাপন করা যায়নি। 

ইত্তেফাক'/এআর