মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হামলা চালিয়ে ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানীকে হত্যা

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০৬:৫৯

ইরানের রাজধানী তেহরানের কাছে এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন দেশটির শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।  

দেশটির ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার তেহরান প্রদেশের দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরে বেশ কয়েকজন সন্ত্রাসী মোহসেন ফাখরিজাহের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা ও গুলিবর্ষণ করে। পরবর্তীতে তিনি হাসপাতালে মারা যান।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী এবং মোহসেন ফাখরিজাদেহের দেহরক্ষীদের মধ্যে সংঘর্ষের সময় বেশ জখম হন মোহসেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তবে দুর্ভাগ্যবশত চিকিৎসক দলের আপ্রাণ চেষ্টা তাকে বাঁচাতে পারেনি।   

ইরানের পররাষ্ট্র মোহাম্মদ জাভাদ  জারিফ এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।  

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারনা, ইরানের গোপনীয় পারমাণবিক অস্ত্র কর্মসূচির পেছনে রয়েছে মোহসেন ফাখরিজাদেহ। তাকে 'ইরানীয় বোমার' জনক হিসেবে আখ্যায়িত করা হয়।   

ইরানে ইউরেনিয়ামের উত্পাদন বেড়েছে এমন খবরে নানা দেশের উদ্বেগ প্রকাশের মধ্যে দেশটির শীর্ষ এক বিজ্ঞানীকে গুপ্তহত্যার খবর এলো। 

ইত্তেফাক/এসআর