ধর্ষণের অপরাধে ইন্দোনেশিয়ায় তরুণকে ১৪৬ চাবুকের ঘা

ইসলামিক আইন মোতাবেক এই শাস্তি দেয়া হয়। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক০২:০৯, ২৮ নভেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৪ মিনিট
শিশুকে ধর্ষণের অপরাধে ইন্দোনেশিয়ায় অভিযুক্ত এক তরুণকে প্রকাশ্যে ১৪৬ বার চাবুকের ঘা দেওয়া হয়েছে।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় কেউ ইসলামিক আইনের লঙ্ঘন করলে চাবুকের ঘা লাগানোর সাজা সাধারণ ব্যাপার। তবে এতবার চাবুকের ঘা দেয়ার সাজা শুধুমাত্র গুরুতর অপরাধ করলেই দেয়া হয়।
জানা যায়, গত বছর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ছিল ১৯ বছরের ওই তরুণের বিরুদ্ধে। এ জন্য তাকে প্রকাশ্যে ১৪৬ বার চাবুকের শাস্তি দেওয়া হয়। চাবুকের কয়েক ঘা খাওয়ার পরই সেই ধর্ষক মাটিতে লুটিয়ে পড়ে। যন্ত্রণায় কাতরাতে থাকে।
ইত্তেফাক/এসআর