শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শীর্ষ পরমাণূ বিজ্ঞানী হত্যা

ইরানকে খোঁচা ট্রাম্পের

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৩:১৮

ইরানের রাজধানী তেহরানের কাছে এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন দেশটির শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ। এই হামলার পক্ষে করা ইসরাইলের সাংবাদিকের একটি টুইট বার্তা রিটুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ বিষয়ে অভিজ্ঞ সাংবাদিক ইয়োসি মেলম্যান টুইট বার্তায় লেখেন, ইরানের জন্য এটি বড়ো মনস্তাত্ত্বিক এবং কার্যকর  আঘাত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই টুইট বার্তাটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আবারো শেয়ার করেছেন । 

 এদিকে এই হামলার জন্য ইসরেল এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরানের সেনা প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি  সংবাদ সংস্থা ইলনাকে   বলেন, যুক্তরাষ্ট্রের এবং ইসরাইলের সন্ত্রাসীরা স্পষ্টভাবে শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যার জন্য দায়ী।  

ফাখরিজাদেহকে হত্যার নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি এই হামলার পেছনে ইসরাইল রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন দেশটির শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে।

ইত্তেফাক/এআর