শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাশ্মীরে 'তাঁত পর্যটন গ্রাম'

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৩:৫১

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় অবস্থিত কানিহামা গ্রামটি 'তাঁত পর্যটন গ্রাম' হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সরকারি মদদে তাঁত শিল্পে নানা কার্যক্রম গ্রহণ করার পর থেকেই এই খাতে মানুষের নজর পড়েছে এবং জনপ্রিয়তা বাড়ছে।

এ প্রসঙ্গে বুদগামের ডেপুটি কমিশনার শাহবাজ মির্জা বলেন, গ্রামটিকে সবাই কাশ্মীরের তাঁত গ্রাম হিসেবেই সবাই চিনে। সরকার থেকে এই গ্রামকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সেখানে তাঁত পর্যটন গড়ে তোলার জন্য সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, এখানকার তাঁতিরা খবুই দক্ষ। তাদের উৎপাদিত পণ্য খুবই সুন্দর। কিন্তু পর্যাপ্ত সুযোগ না থাকায় এসব পণ্য তারা প্রদর্শন করতে পারেনা। যার কারণে তেমন বিক্রিও নেই তাদের।

ইন্ডিয়া ব্লুমসের বরাতে জানা যায়, সরকার তাদের জীবিকা আরো বাড়াতে এবং এই শিল্পের বিস্তারে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। সে লক্ষ্যে বড় একটি তাঁত কল নির্মাণ করা হয়েছে। সেখানে তাঁতিরা এসে কাজ করবেন। এছাড়া সেখানে তাঁতি ও দর্শনার্থিদের জন্যে রাখা হয়েছে নানা সুযোগ সুবিধা। ইতোমধ্যে সেখানে পর্যটকরা আসতে শুরু করেছেন।

ইত্তেফাক/টিআর