বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনার অ্যান্টিবডি নিয়ে জন্ম নিলো শিশু!

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৪:৪৮

করোনা ভাইরাসের অ্যান্টিবডি নিয়ে জন্ম নিয়েছে সিঙ্গাপুরের এক শিশু। রবিবার  একটি প্রতিবেদনে এমনটি জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস। 

স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত মার্চে ওই শিশুর মা গর্ভবতী অবস্থায় করোনায় আক্রান্ত হন। তখন প্রায় আড়াই সপ্তাহ চিকিৎসার পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান তিনি। চলতি মাসি  ওই নারী একটি শিশুর জন্ম দেন যার শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া যায়। আর এ থেকে এখন প্রশ্ন উঠেছে যে করোনা ভাইরাস মায়ের থেকে গর্ভের শিশুকে আক্রান্ত করতে পারে কিনা? 

ঐ শিশুর মা ক্যালিন এনজি-চ্যানের বরাত দিয়ে স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়, শিশুটির জন্ম এই মাসে হয়েছে। সে করোনায় আক্রান্ত নন। তবে তার দেহে অ্যান্টিবডি রয়েছে। 

 ক্যালিন এনজি-চ্যান বলেন, আমার চিকিৎসকরা ধারণা করছে আমার অ্যান্টিবডি হয়তো শিশুর শরীরে গিয়েছে। 

 শিশুটির জন্মগ্রহণ করেছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে। তবে এখনো হাসপাতালটির পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। 

ইত্তেফাক/এআর