শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার আরব সাগরে ভেঙে পড়লো ভারতীয় যুদ্ধবিমান, নিখোঁজ পাইলট

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০৯:৩৪

এবার আরব সাগরে ভেঙে পড়েছে ভারতীয় এক যুদ্ধ বিমান। এতে এখন পর্যন্ত এক পাইলট নিখোঁজ রয়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।  

দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আরব সাগরে ভেঙে পড়া মিগ বিমানের নিখোঁজ পাইলটের এখনও কোনও হদিশ মেলেনি। 

জানা যায়, গত ২৬ নভেম্বর দেশটির বিমানবাহিনীর প্রশিক্ষণরত মিগ-২৯কে বিমান ভেঙে পড়ে। এতে এক জন পাইলটকে সে দিনই উদ্ধার করা হয়। কিন্তু সেকেন্ড পাইলট নিশান্ত সিংহের এখনও কোনও খোঁজ মেলেনি।   

নিশান্তের খোঁজে ৯টি যুদ্ধজাহাজ এবং ১৪টি উদ্ধারকারী বিমান কাজ করছে।  স্থানীয়দেরও সহযোগিতা চাওয়া হয়েছে।

সূত্রের খবর, উপকূল বরাবর খোঁজ চালানোর জন্য ফাস্ট ইন্টারসেপ্টর বিমানকে মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কোস্টাল পুলিশও উপকূলবর্তী গ্রামগুলোতে অনুসন্ধান চালাচ্ছে।  

দেশটির বিমান বাহিনীর সূত্রে আরও জানানো হয়েছে, ভেঙে পড়া বিমানের ল্যান্ডিং গিয়ার, টার্বো চার্জার, ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিন, উইং ইঞ্জিন-সহ বেশ কিছু জিনিস চিহ্নিত করা হয়েছে।  সেগুলো উদ্ধার করা হচ্ছে। 

তবে কী কারণে বিমান ভেঙে পড়লো তা এখন পর্যন্ত জানা যায়নি।  এর আগেও দেশটির একাধিক যুদ্ধবিমান ভেঙে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

ইত্তেফাক/এসআর