'ভবিষ্যতে সংক্রমণ থেকে বাঁচতে গেলে জানতে হবে করোনার উৎস '

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।
অনলাইন ডেস্ক১২:২৭, ০১ ডিসেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৫ মিনিট
ভবিষ্যতে করোনার সংক্রমণ থেকে বাঁচতে গেলে এর উৎস খুঁজে বের করতে হবে। এছাড়া এর সংক্রমণ ঠেকানো যাবে না। এমনটি জানিয়েছে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস সোমবার একটি টুইট বার্তায় জানান, যদি বিশ্বের একজন মাত্র করোনা আক্রান্ত হন, তবে সারা বিশ্বে তা মুহুর্তে ছড়িয়ে পড়তে পারে। তাই একজনও যদি নিরাপদ না হন, তাহলে বিশ্বের কেউ নিরাপদ নন।
টেড্রোস আরো বলেন, বিশ্বে করোনা সংক্রমণ কমার দিকে। তবে তাতে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। করোনার উৎস খুঁজে বের করে তাকে সমূলে ধংস্ব করতে হবে। যাতে ভবিষ্যতে আর এই মহামারী ফিরে না আসে।
ইত্তেফাক/এআর