বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গুরুতর  করোনা রোগীদের দেহে শতভাগ কার্যকর মডার্নার ভ্যাকসিন 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৩:৪৪

নিজেদের তৈরি ভ্যাকসিন করোনার সংক্রমণ প্রতিরোধে ৯৪ শতাংশ কার্যকর এবং এর মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে ট্রায়ালের চূড়ান্ত ফলাফলের বরাতে জানিয়েছে মার্কিন কোম্পানি মডার্না।এছাড়া কোম্পানিটি আরো দাবি করেছে যে গুরুতর করোনা রোগীদের দেহে তাদের শতভাগ কার্যকর। 

এ নিয়ে মডার্নার প্রধান মেডিক্যাল কর্মকর্তা টাল জাকস বলেন, আমরা বিশ্বাস করি যে আমরা একটি ভ্যাকসিন পেয়েছি যেটি অত্যন্ত কার্যকর। এটি প্রমাণ করার মতো তথ্য এখন আমাদের হাতে রয়েছে। 
 
ভ্যাকসিনটি নিয়ে শেষ ধাপের ট্রায়ালের (পরীক্ষা) চূড়ান্ত ফলাফল আসার পর মডার্না জানিয়েছে, জরুরি ব্যবহারের অনুমোদন পেতে সোমবারই যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করবে তারা। বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানি মডার্নার ভ্যাকসিন ক্রয়ে চুক্তি করলেও সবার আগে এই ভ্যাকসিন পাবে যুক্তরাষ্ট্র। এই বছরই যুক্তরাষ্ট্রে দুই কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের আশাবাদ ব্যক্ত করেছে কোম্পানিটি । 

ইত্তেফাক/এআর