বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৩:৩১

মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিনকে সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিলো  যুক্তরাজ্য।  বিশ্বের প্রথম দেশ হিসেবে এই অনুমোদন দিল যুক্তরাজ্য। 

যুক্তরাজ্যের মেডিসিন এন্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলাটোরি এজেন্সির পক্ষ থেকে বলা হয়, এই ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর। এটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উপযুক্ত। 

জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই করোনার ঝুঁকিতে থাকার ব্যক্তিদের ওপর প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। ফাইজারের ৪ কোটি ডোজ ভ্যাকসিন অর্ডার করেছে যুক্তরাজ্য। দেশটির প্রায় ২ কোটি মানুষ এই ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন। 

ইত্তেফাক/এআর