সকল জনগণকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিবে জাপান

এখন পর্যন্ত জাপানে করোনায় ২ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক১৪:৩৬, ০২ ডিসেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৫ মিনিট
জাপান তার সকল নাগরিকদের বিনামূল্যে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন বিতরণ করবে। এ নিয়ে দেশটিতে বুধবার একটি বিল পাস হয়েছে। এদিকে দেশটিতে ফের বাড়ছে করোনার সংক্রমণ।
দেশটিতে ভ্যাকসিন নিয়ে পাশ হওয়া বিলে বলা হয়েছে জাপানের ১২৬ মিলিয়ন জনগণের জন্য সরকার ভ্যাকসিন বিতরণ করবে। এটি দেশটির সংসদের উচ্চ কক্ষে অনুমোদিত হয়েছে।
জানা যায়, দেশটি ইতোমধ্যে ৬০ মিলিয়ন লোকের জন্য ফাইজার ভ্যাকসিন এবং আরো ২৫ মিলিয়ন জনগণের জন্য মডার্নার ভ্যাকসিন বরাদ্ধ করেছে।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৬৯৪ জন। এতে মৃত্যু হয়েছে ২ হাজার ১৩৯ জনের। এনডিটিভি
ইত্তেফাক/এসআর