মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পিরামিডের সামনে ছবি, পোশাকের জন্য গ্রেফতার মডেল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২৩:১৯

মিশরে পিরামিডের সামনে ছবি তুলে বিপদের মুখে পড়েছেন এক মডেল। তিনি যে পোশাক পরে ফটো সেশন করেছেন তা ‘আপত্তিকর’ ছিলো এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া যিনি ছবি তুলে দিয়েছেন সেই ফটোগ্রাফারকেও গ্রেফতার করা হয়। 

সিবিএস নিউজের খবরে বলা হয়, ২৬ বছর বয়সী মিশরীয় মডেল সালমা আল শিমি সোমবার গিজা শহরের বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক স্থান সাক্কারাতে ফটো সেশন করেন। এসময় তাকে গ্রেফতার করা হয়। 

মিশরে পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন, তিনি যে পোশাকটিকে পরেছেন তা ‘অনুপযুক্ত’ ছিলো। তিনি তাদের আইন ভঙ্গ করেছেন।

মিশরের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকিটিসর মহাসচিব মোস্তফা উজিরি ঘটনাটি তদন্ত করতে বলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ‘প্রত্নতাত্ত্বিক বিষয় বা আমাদের মিশরীয় সভ্যতা বা সংস্কৃতিকে কেউ যদি অবহেলা করে তাহলে তাকে শাস্তি পেতে হবে।’

এদিকে অন্য একটি সূত্র বলছে, মিশরের ওই মডেলকে এখনও গ্রেফতার করা হয়নি। তবে তাকে শাস্তির মুখে পড়তে হবে।

মিশরের প্রত্নতাত্ত্বিক স্থানে বাণিজ্যিক উদ্দেশে ছবি বা ভিডিও করতে হলে দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।

ইত্তেফাক/জেডএইচ