বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাজ্যে পৌঁছালো ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান 

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১০:১২

মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োএনটেকের   উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রথম চালান যুক্তরাজ্যে পৌছেঁছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, ব্রিটেনে পৌঁছার পর  ভ্যাকসিনগুলোকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। সেখান থেকেই দেশের বিভিন্ন হাসপাতালে সেগুলো বিতরণ করা হবে।

যুক্তরাজ্য ফাইজারের ভ্যাকসিনের ৪ কোটি ডোজের অর্ডার দিয়েছে। দেশটির ২ কোটি মানুষ পাবে এই ভ্যাকসিন ।

 যুক্তরাজ্যের উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা জানান, প্রথম দফার ভ্যাকসিন  প্রদান ৯৯% শতাংশ রোগীর হাসপাতালে ভর্তি হওয়া ও মৃত্যু ঠেকাতে পারবে।

ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা প্রথম দেশ হিসেবে ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। কয়েকদিনের মধ্যে এই টিকা প্রদান শুরু হবে। কোম্পানিটির দাবি পরীক্ষার চূড়ান্ত ধাপে ভ্যাকসিনটি মানুষকে করোনা সংক্রমণ থেকে ৯৫ শতাংশ রক্ষা করতে সক্ষম।  

ইত্তেফাক/এআর