শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'চীন গণতন্ত্রের জন্য সবচেয়ে বড়ো হুমকি'

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১০:৩৯

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চীনই  গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সবচেয়ে বড়ো হুমকি বলে মন্তব্য করেছেন শীর্ষ মার্কিন  গোয়েন্দা কর্মকর্তা  জন রেটক্লিফ। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল লেখা একটি মতামতে এমন মন্তব্য করেছেন তিনি। 

 মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জন রেটক্লিফ বলেন, চীন একরকম অর্থনৈতিক গুপ্তচরবৃত্তিতে লিপ্ত ।  দেশটি প্রতিবছর ৫০০ বিলিয়ন ডলারের বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি করে নিয়ে যায়। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চীনের বিরুদ্ধে  যুক্তরাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছিল। তবে চীন তখন এই অভিযোগ অস্বীকার করেছিল।  

ইত্তেফাক/এআর