বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান, সতর্ক ইসরাইল   

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৩:০২

বিদেশে থাকা ইসরাইলি লক্ষ্যবস্তুতে যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান। এমনটি জানিয়ে বৃহস্পতিবার সতর্কবার্তা দিয়েছে ইসরাইল সরকার।   

সম্প্রতি ইরানের সবচেয়ে সিনিয়র পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিযাদেকে তেহরানে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য ইসরাইল কে দায়ী করেছেন ইরান। যদিও ইসরাইল এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে। তবে ইরান জানিয়েছে এই হামলার প্রতিশোধ নেবে তারা। 

এ নিয়ে সতর্কবার্তায় ইসরাইলের পক্ষ থেকে বলা হয়, ইরান তার প্রতিবেশী দেশ জর্জিয়া, আজারবাইজান, তুরস্ক , সংযুক্ত আরব আমিরাতে এবং বাহরাইনে ইসরাইলি  লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।  

ইত্তেফাক/এআর