শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইরানী বিজ্ঞানীর হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করলেন জো বাইডেন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ২০:২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মনে করছেন ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ড ইরানের সাথে আমেরিকার চুক্তিকে বেশ জটিল করে তুলবে।

সিএনএন টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, এটা বলা কঠিন যে এই হত্যাকাণ্ড তেহরানের সঙ্গে তার চুক্তি কতটুকু জটিল করে তুলবে। ইরান ইস্যুতে ট্রাম্পের গ্রহণ করা পদক্ষেপ ভুল ছিল। আর এ কারণেই ইরানের পরমাণু সক্ষমতা বেড়েছে।

বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা হয়। পরে ট্রাম্প ক্ষমতায় এসে ওই সমঝোতা থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন।  নির্বাচনের আগে আন্তর্জাতিক চুক্তিগুলোতে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। 

আরো পড়ুন: যুক্তরাজ্যে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে ৪ জনের প্রাণহানি

ইরানের এই পরমাণু বিজ্ঞানীকে ইসরাইল হত্যা করেছে বলে এর আগে আমেরিকার একজন প্রভাবশালী কর্মকর্তা মন্তব্য করেছেন। এছাড়াও ইরানের বিভিন্ন সূত্রও বলছে, বিজ্ঞানী হত্যার সঙ্গে ইসরাইল জড়িত রয়েছে। 

ইত্তেফাক/এএইচপি