শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ধূমপান করলেই চাকরি নেই!  

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০০:৫৯

ধুমপান করলে থাকবে না চাকরি! এমনটাই হতে যাচ্ছে ভারতের এক রাজ্যে।  

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, দেশটির ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সরকার জানিয়েছে কেউ চাকরি টিকে রাখতে চাইলে ধুমপান ছাড়তে হবে। 

ওই রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব কর্মীরা ধূমপান করেন, তাদের এফিডেভিট দাখিল করে জানাতে হবে যে তারা ধূমপান ছেড়ে দিচ্ছেন। শুধু ধূমপানই নয় কোনও ধরণের তামাকজাত দ্রব্যই তারা সেবন করতে পারবেন না বলে জানানো হয়েছে।  

হেমন্ত সোরেন সরকার আরো জানিয়েছে, প্রতিটি অফিস তামাক বর্জিত এলাকার তালিকায় পড়ছে। তাই কোনওভাবেই অফিসের মধ্যে বা অফিস চত্ত্বরে ধূমপান করা যাবে না বা অন্য কোনও তামাকজাত দ্রব্য সেবন করা যাবে না।  

ঝাড়খন্ড সরকারের নির্দেশে আরো বলা হয়েছে, যেসব চাকরিপ্রার্থীরা সরকারি চাকরির পরীক্ষায় বসছেন, বা সরকারি চাকরি সদ্য পেয়েছেন, এই নিয়ম তাদের জন্যও বলবৎ হবে।  

২০২১ সালের ১ এপ্রিল থেকে এই নিয়ম জারি করা হবে। রাজ্যের স্বাস্ত্য, শিক্ষা ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে এই বিষয়ে জারি করা হয়েছে নোটিশ।  

ইত্তেফাক/এসআর