শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাবেক অর্থমন্ত্রীকে জেলে পাঠালো অস্ট্রেলিয়া

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৩:২৭

অস্ট্রেলিয়ার সাবেক এক অর্থমন্ত্রীকে আট বছরের শাস্তিতে জেলে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বড় ধরনের একটি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, সাবেক এই প্রধানমন্ত্রীর নাম কার্ল হেইঞ্জ। গত সপ্তাহের শুক্রবার গ্রাসার ঘুষ গ্রহণ এবং তথ্য জাল করার মাধ্যমে সরকারি মালিকানাধীন স্থাপনা বিক্রির মতো একটি বড় অপরাধে জড়িত হয়ে পড়েছিলেন।

ভিয়েনায় অবস্থিত একটি আদালতের রায়ে বলা হয়, অন্তত নয় মিলিয়ন ইউরো আত্মসাত করেছিলেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন গ্রাসার এবং এর বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন।

২০০০ সালে দেশের ইতিহাসের সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন গ্রাসার।

গ্রাসারের বিরুদ্ধে চলমান মামলায় মোট ১৪ জন বিবাদী আছেন এবং তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— মানি লন্ডারিং ও তথ্য বিকৃতি ও মিথ্যাচার।

ইত্তেফাক/টিআর