শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাজ্যে ফের করোনার 'তাণ্ডব', একদিনে রেকর্ড মৃত্যু 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০০:২৩

যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে বুধবার একদিনে রেকর্ড এক হাজার ৪১ জন মারা গেছে। যা দেশটিতে গত বছরের এপ্রিল মাসের পর একদিনে সর্বোচ্চ মৃত্যু।   

এছাড়া দেশটিতে নতুন করে আরো ৬২ হাজার ৩২২ জন আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, হাসপাতালে ৩০ হাজার ৭৪ জন করোনা রোগী ভর্তি আছে।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  দেশটিতে প্রথম ঢেউয়ের থেকে করোনা রোগী ৩৯ শতাংশ বেশি।  সেসময় ২১ হাজার ৬৮৪ জন করোনা রোগী ভর্তি রয়েছে।  

পরিসংখ্যানে বলা হয়েছে, করোনায় দেশটিতে এখন পর্যন্ত ৭৭ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৮ লাখ ৪৫ হাজারের বেশি জন।   

এদিকে দেশটিতে ফের বেড়েছে করোনার নতুন ধরণের প্রকোপ। এনিয়ে ইতোমধ্যে দেশটিতে মাঝ ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে।  বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ কোন কারণ ছাড়া লোকজনের বাড়ির বাইরে যাওয়ায় বারণ রয়েছে। 

২০১৯ সালের ডিসেম্বর চীনের উহান শহরে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে।  এরপর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এনডিটিভি 

ইত্তেফাক/এসআর