বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার দেশব্যাপী গরু বিষয়ক পরীক্ষা নেবে ভারত 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৯:২৩

অনলাইনে  সারা দেশব্যাপী গরু বিষয়ক পরীক্ষা নেবে ভারত সরকার। আগামী ২৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষার আয়োজক সংস্থা ‘রাষ্ট্রীয় কামধেনু আয়োগ’।

ভারতের কেন্দ্রীয় মৎস্যচাষ, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা হিসেবে কাজ করে কামধেনু আয়োগ। তাদের আয়োজিত পরীক্ষার নাম দেওয়া হয়েছে  ‘কামধেনু গো বিজ্ঞান প্রচার-প্রসার পরীক্ষা’। ভারতে জাতীয় গো-কল্যাণ কর্মসূচিকে শক্তিশালী করা আয়োজকদের মূল লক্ষ্য বলে জানা গেছে।

 আয়োজক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে ,গরুর বিষয়ে সংবেদনশীল এবং শিক্ষিত করার জন্য এই পরীক্ষা নেওয়া হবে।   পরীক্ষায় ভারতের ১২টি আঞ্চলিক ভাষায় ১০০ টি  নৈর্ব্যক্তিক প্রশ্ন রাখা হবে। পরীক্ষায় পাস হলে সার্টিফিকেট দেওয়া হবে এবং ভালো নম্বর পেলে পুরস্কৃত করা হবে। 

 মোদি সরকার ক্ষমতা আসার পর থেকেই ভারতের রাজনীতিতে গরু একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গরুর গোবে এবং মূত্র নিয়ে গবেষণার জন্য কয়েক মিলিয়ন ডলার খরব করেছে মোদি সরকার।  

ইত্তেফাক/এআর