শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভ্যাকসিন নিয়েও করোনা পজিটিভ হওয়াতে ‘ক্ষুব্ধ’ ব্রিটিশ নার্স

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৮:২৫

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবায় কর্মরত এক নার্স করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার তিন সপ্তাহ পর আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এই ঘটনায় তিনি ক্ষুব্ধ ও হতাশ। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

হাইওয়েল ডা ইউনিভার্সিটি হেলথ বোর্ড এলাকায় কাজ করেন এই হাসপাতালের সেবিকা। তিনি জানান, এই মুহূর্তে তার সহকর্মীদের নৈতিক মনোবল একেবারে নিম্নপর্যায়ে রয়েছে।

ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চামরু ওয়েলস ইতিমধ্যে দুই ডোজের মধ্যবর্তী সময় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। স্বাস্থ্য কমিটি বলছে, ভ্যাকসিনই হলো সবচেয়ে ভালো সুরক্ষা। কিন্তু কোনো ভ্যাকসিনই শতভাগ কার্যকর নয়।

ইত্তেফাক/এআর