শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভ্যাকসিন নিলেন ব্রিটিশ রানি ও ডিউক অব এডিনবার্গ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২৩:৩৮

করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ। শনিবার এক বিবৃতিতে বাকিঙ্ঘাম রাজপ্রাসাদ এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সাধারণত প্রকাশ করা হয় না। তবে রানি এবং তার স্বামীর টিকা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

রাজ পরিবারের সূত্রের বরাতে জানা গেছে, রাজ পরিবারের বিশেষ একজন চিকিৎসক রানি এবং তার স্বামীকে টিকা প্রয়োগ করেন। ৯৪ বছর বয়সী রানি এবং ৯৯ বছর বয়সী ফিলিপ লকডাউনের সময় সেখানেই অবস্থান করছেন।

যুক্তরাজ্যে ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের বিশাল এলাকা জুড়ে লকডাউন আরোপ করা হয়েছে।

ইত্তেফাক/টিআর