উইঘুরদের পক্ষে দাঁড়ালো মার্কস অ্যান্ড স্পেনসার

তুলা চাষ করছেন উইঘুর মূসলিমরা।
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৯:৩৮, ১০ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৪ মিনিট
চীনের জিনজিয়াং প্রদেশের নির্যাতিত উইঘুর মূসলিমদের পক্ষে দাঁড়ালো বিখ্যাত ব্রিটিশ সুপাারমার্কেট মার্কস অ্যান্ড স্পেনসার। উইঘুরদের ওপর নির্যাতন বন্ধ করার জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কোম্পানিটি।
গত ডিসেম্বরে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় যে লাখ লাখ উইঘুর মূসলিমদের আটকে রেখে তুলা চাষ করাচ্ছে চীনা সরকার। এই প্রতিবেদনে প্রকাশিত হওয়ার পরই কাপড় সংশ্লিষ্ট কোম্পানির ওপর চাপ বাড়তে থাকে।
মার্কস অ্যান্ড স্পেনসার প্রতি বছর ৪০ হাজার টন তুলা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে থাকে।
ইত্তেফাক/এআর