বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতার শঙ্কা

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০৯:৫০

প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের আগে যুক্তরাষ্ট্রজুড়ে সশস্ত্র বিক্ষোভ চালাতে পারে ট্রাম্প সমর্থকেরা। এমনটাই জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই

প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জানুয়ারি বাইডেনের অভিষেক দিবসের আগে যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্যের ক্যাপিটলসহ ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র গ্রুপগুলো জড়ো হওয়ার পরিকল্পনা করছে। 

ট্রাম্পপন্থী এবং ডানপন্থীরা বিভিন্ন তারিখে বিক্ষোভের ডাক দিয়েছে। এরমধ্যে ১৭ জানুয়ারি বিভিন্ন শহরে সশস্ত্র বিক্ষোভ এবং বাইডেনের শপথ অনুষ্ঠানের দিনে ওয়াশিংটন ডিসিতে মার্চের পরিকল্পনা রয়েছে।  

এদিকে শপথ অনুষ্ঠান ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।  

সোমবার বাইডেন সাংবাদিকদের বলেন, মার্কিন ক্যাপিটলের বাইরে শপথ নিতে তিনি ভীতু নন। আশা করা হচ্ছে বাইডেন এবং কমলা হ্যারিস ভবনের বাইরেই শপথ নেবেন।

এর আগে গত সপ্তাহে ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলা চালিয়েছে ট্রাম্প সমর্থকেরা।  সংঘাতে এখন পর্যন্ত পাঁচ জনের নিহত হওয়ার খবর মিলেছে।

এই সংঘাত ঘিরে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে ডেমোক্র্যাটরা।  বিবিসি, সিএনএন

ইত্তেফাক/এসআর