শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে কৃষি আইনে স্থগিতাদেশ

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৫:৩৪

ভারতের তিন বিতর্কিত কৃষি আইনের স্থগিতাদেশ হয়েছে। মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট এক রায়ে এই স্থগিতাদেশ দিয়েছে। সেইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, চলমান এই কৃষি আইনের সমাধানে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার এবং কৃষক ইউনিয়নের মধ্যে আলোচনার মধ্যে যাতে কৃষি আইনের সমস্যার সমাধান করতে পারে এজন্য কমিটি তৈরি করা হয়েছে।   

প্রধান বিচারক বলেছেন, পরবর্তী কোন ধরনের নির্দেশনা ছাড়া তিন কৃষি আইনে স্থগিতাদেশ।   

এই কৃষি আইন নিয়ে দেশটিতে চলমান আন্দোলনের নিরসন ঘটাতে দেশটির সরকারের পক্ষ থেকে প্রায় আটবার কৃষক ইউনিয়নদের সঙ্গে আলোচনায় যায়। তবে কোন সূরহা হয়নি। এরই মধ্যে আদালতের এমন রায় এলো।   

দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, আমরা এই সমস্যার সমাধানের জন্য সেরা উপায়ে চেষ্টা করেছি এবং এই কৃষি আইন বাতিলের শক্তি আমাদের ছিল।  

প্রধান বিচারপতি আরও বলেছেন, এটা জীবন মরণের বিষয়। আমরা আইনের ব্যাপারে উদ্বিগ্ন। আমরা এই সমস্যা সমাধানের চেষ্টায় আছি। 

দেশটিতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে অবস্থান নেয় হাজার হাজার কৃষক। সেই আন্দোলন ঠেকাতে শত শত ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এ নিয়ে দিল্লিতে থমথমে পরিস্থিতি বিরাজ করে।   

ইত্তেফাক/এসআর