শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সমুদ্র-গাভীর পিঠে ট্রাম্পের নাম!

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০৪:১৮

মার্কিন ফিশ এন্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস ফ্লোরিডা হোমোসা নদীতে একটি সমুদ্র-গাভীর পিঠে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম দেখতে পেয়েছে। স্থানীয় সময় গত রোববার এই প্রাণীটি দেখা যায়। 

বিপন্ন প্রজাতির এই সমুদ্র-গাভীর পিঠে ট্রাম্পের নাম পাওয়ার বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বন্যপ্রাণী বিষয়ক কর্তৃপক্ষ। বিপন্ন প্রাণী মানাতি বা সমুদ্র গাভী যুক্তরাষ্ট্রের অন্যতম সংরক্ষিত প্রাণী। এদের কোনোভাবে জ্বালাতনের প্রমাণ মিললেই এক বছরের কারাদণ্ড, পাশাপাশিও ৫০ হাজার ডলার জরিমানা গুণতে হতে পারে। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লোরিডার নদীতে পাওয়া সমুদ্র-গাভীটিকে গুরুতর আহত মনে হয়নি। প্রাণীটির পিঠে ট্রাম্পের নাম লেখা হয়েছিল মূলত শরীরে জমে থাকা শেওলার আঁচড় কেটে। 

ফ্লোরিডার মৎস্য ও বন্যপ্রাণী সুরক্ষা কমিশনের তথ্যমতে, ২০২০ সালে রাজ্যটিতে অন্তত ৬৩৭টি সমুদ্র-গাভী মারা গেছে। এদের মধ্যে ৯০টি প্রাণ হারিয়েছে নৌকার সঙ্গে আঘাত লেগে, আরও ১৫টির মৃত্যুর সঙ্গে মানুষের যোগসূত্র রয়েছে। ইউএসএফডব্লিউএসের হিসাবে, ফ্লোরিডায় বর্তমানে ৬ হাজার ৩০০টির মতো সমুদ্র-গাভী রয়েছে।

ইত্তেফাক/এআর