চীন থেকে আমদানিতে কঠোর আইন আনছে ব্রিটেন

চীন থেকে আমদানি কড়াকড়ি করছে ব্রিটেন। ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৪:৫৪, ১৩ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৬ মিনিট
একের পর এক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে চীনের বিরুদ্ধে। যার কারণে দেশটি থেকে সবরকম আমদানিতে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে ব্রিটেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে ব্রিটেনের পররাষ্ট্র সচিব ডমিনিক রাব বলেন, চীনের জিংঝ্যাং প্রদেশে জোর করে শ্রমিকদের বাড়তি কাজ করানো হচ্ছে। ওই এলাকায় ১ কোটি ২০ লাখ উইঘুর মুসলিমের বসবাস। তাদের বিরুদ্ধে নির্যাতন করে চীনা সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। এর প্রতিবাদেই সেখান থেকে ব্রিটেনে পণ্য আমদানিতে কড়া আইন জারি করা হবে।
রয়টার্স বলছে, ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুললেও তা বরাবরের মতো অস্বীকার করে আসছে বেইজিং। চীনের দাবি, তাদের উন্নতি রুখে দিতেই এমন করছে পশ্চিমা রাষ্ট্রগুলো।
ইত্তেফাক/টিআর