শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উদ্বেগজনক সমীক্ষা, ‘আত্মহত্যার চিন্তায় স্বাস্থ্যকর্মীরা’

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০১:২১

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে ভাইরাসটির বিরুদ্ধে লড়তে সম্মুখসারির যোদ্ধাদের তালিকায় অন্যতম স্বাস্থ্যকর্মীরা। তবে সম্প্রতি এক গবেষণায় এসেছে শঙ্কাজনক চিত্র।  করোনা স্বাস্থ্যকর্মীদের অর্ধেকের বেশি মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে। 

জার্নাল অফ সাইকিয়াট্রিকের গবেষণায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, করোনার কাজে নিয়োজিত কর্মীরা এক বা একাধিক মানসিক স্বাস্থ্যঝুঁকিতে যার মধ্যে রয়েছে তীব্র ট্রমাটিক স্ট্রেস, হতাশা, উদ্বেগ, ইনসোমনিয়া, মদপান। এরমধ্যে অনেকে আত্মঘাতী হওয়ার চিন্তাভাবনা করেছেন।  

এতে আরও বলা হয়েছে, গত এক বছরে মৃত্যুকে বেছে নেওয়া কিংবা নিজেকে আহত করার বিষয়ে ঘন ঘন চিন্তাভাবনা করেছেন তারা।  

এমন তথ্য প্রকাশ্যে আসার পর শঙ্কায় স্বাস্থ্যকর্তৃপক্ষ। জরিপটি ৫৭১ জন স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো হয়েছে।  

ইত্তেফাক/এসআর